আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ২

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমেে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার (২২ আগ) রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে।

এঘটনায় জড়িত উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফজ্জা বর বাড়ীর মো. আবুল কালামের পুত্র মো. নাঈম প্রকাশ পেজা (২০) ও ইউসুফের বাপের বাড়ীর আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার প্রকাশ ফুতু (৩৫)কে শনিবার রাতে বটতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্র জানায়, একই এলাকার শাহাজাহান (২১), মো. নাঈম প্রকাশ পেজা (২০), ওমর ফারুক (২৪) ভোক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে হাসমন আক্তার প্রকাশ ফুতু (৩৫) ভোক্তভোগীর পরিধানের কাপড় চোপড় ধৌত করে ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যাথানাশক ঔষধ সেবন করিয়ে ঘটনা প্রকাশ না করতে প্রলোভন এবং ভয়ভীতি দেখায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top