পতেঙ্গায় গ্রীল কেটে ব্যাংকারের বাসায় দুর্ধর্ষ চু‌রি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এক ব্যাংকারের বাসার জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চু‌রির ঘটনা ঘটেছে।

শ‌নিবার (২৩ আগস্ট) সকালে চু‌রির ঘটনায় মামলা নেওয়ার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান। তি‌নি বলেন, চু‌রির ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে মামলা হয়েছে। চক্রের সদস্য সনাক্তপূর্বক আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২২ আগস্ট (শুক্রবার) রাত সাড়ে ৩টার দিকে দ‌ক্ষিণ পতেঙ্গা ডেইল পাড়া মাজার গ‌লি এলাকার ইসলামী ব্যাংক কাটগড় বাজার এজেন্ট ইনচার্জ সালেহ নূরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে সি‌সি‌টি‌ভি ফুটেজ দেখে চক্রের সদ‌স্য সনাক্ত করে মো. বাদশা (২৬) ও র‌মিজ (১৬) নাম উল্লেখ করে অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করেন ঐ ব্যাংক কর্মকর্তা।

মামলা বাদী সালেহ নূর বলেন, চোরের দল জানালার গ্রীল কেটে আমার বাসায় ঢুকে ছেলের ল্যাপটপ, বাসার ৩ টি মোবাইল, আমার স্ত্রীর নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা করে‌ছি। সি‌সি‌টি‌ভি ফুটেজ দেখে সন্দে‌হভাজন ২ জনকে আসামি করা হয়েছে। মনে হয় আ‌রও অনেকে জ‌ড়িত থাকতে পারে। তাদের কোন পেশা নেই। তারা এলাকায় নানান অপকর্ম করে বেড়ায়। সবসময় ইয়াবা, গাঁজা ও মদ নিয়ে পড়ে থাকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top