উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, র্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই কক্সবাজার ও বান্দরবানের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি পাহাড়ি এলাকায় অপহরণ, ডাকাতি ও মাদক চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি, পলাতক সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন