সন্দ্বীপে উদ্ধার হওয়া মহিষ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় উদ্ধার হওয়া ২৮৪টি মহিষ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের তত্বাবধানে মহিষগুলো হস্তান্তর করা হয়।

এর আগে গত ৪ জুলাই সারিকাইত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সন্ধ্যায় ২৮৪টি মহিষ উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাংবাদিকদের মাধ্যমে মহিষগুলোর মালিকানা নিয়ে নানা প্রশ্ন উঠে। এ প্রেক্ষিতে মহিষগুলোর প্রকৃত মালিক নির্ধারণ ও সঠিক ব্যক্তিদের কাছে হস্তান্তরের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিগত ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং ৩৭১ অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত চলাকালে প্রাপ্ত ২৮৪টি মহিষ সারিকাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

তদন্ত কমিটি সরেজমিনে অনুসন্ধান চালিয়ে ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে মোট ১৪ জন ব্যক্তিকে মহিষগুলোর প্রকৃত মালিক হিসেবে চিহ্নিত করে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে স্মারক নং ৪৪৯ অনুযায়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আরও একটি তিন সদস্যের উপকমিটি গঠন করা হয়। এই উপকমিটির দায়িত্ব হলো মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নির্দিষ্ট সংখ্যক মহিষ বুঝিয়ে দেওয়া।

প্রকৃত মালিকদের মধ্যে মহিষ বণ্টন তালিকা নিম্নরূপ: রিয়াদ – ৫১টি, হেলাল – ৪৮টি, রহিম – ৮০টি, রাসেল – ১১টি, সেলিম – ১৩টি, আজিম – ৪টি, জাকির (কালাপানিয়া) – ২১টি, শান্ত – ৭টি, মনজুর – ১০টি, ফখর (পৌরসভা) – ২০টি, মান্নান – ৮টি, বাচ্চু – ৪টি, আলমগীর – ২টি, ইসমাইল – ২টি।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ (সাত) দিনের মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মালিকদের মাঝে মহিষ হস্তান্তর সম্পন্ন করতে হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের জটিলতা প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন হবে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top