চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এক যুবকের মৃত্যুর ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এর আগে বিকেলে ‘বিচার চাই-বিচার চাই’ স্লোগানে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও ভাংচুর করেছে স্থানীয়রা। এরপর এ ঘটনায় এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল মহি উদ্দিন ও ইশরাক হোসেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, থানা হেফাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুর্জয়কে থানা পুলিশের কাছে সোপর্দ করে লিখিত অভিযোগ দেয়। পরে শুক্রবার ভোররাতে নিজ পরনের শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দুর্জয়।
চাটগাঁ নিউজ/জেএইচ