এইচএসসি দিয়েই দেশ ছাড়ছেন বেশিরভাগ শিক্ষার্থী!

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশে দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা। শিক্ষার্থীরা পাচ্ছে না যোগ্যতা অনুযায়ী চাকরি। এমনকি মেধার সঠিক বিচার বা জ্ঞানের সঠিক মূল্যায়ন হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ অবস্থায় বাংলাদেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষার তাগিদে হাজার হাজার শিক্ষার্থী চলে যাচ্ছেন দেশের বাহিরে।

ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশ থেকে ৪৯ হাজার ১৫১ জন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। ২০২৩ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৯৯ জনে। ২০২৫ সালে এসে সে সংখ্যাটি হয়েছে দ্বিগুণ।

শিক্ষার্থীদের দাবি— দেশ ছাড়ার পেছনে রয়েছে দেশের দুর্বল শিক্ষা কাঠামো, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তাজনিত কারণসহ দেশের অনুন্নত শিক্ষা ব্যবস্থা।

এই যে শিক্ষার্থীদের এসব আক্ষেপ কিংবা অভিযোগ এর দায় অনেকাংশেই শিক্ষা ও রাষ্ট্রব্যবস্থার। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার শিক্ষার্থীদের সরকার ভর্তুকি দিয়ে পড়ালেও এভাবে উচ্চ শিক্ষায় বাইরে যাওয়ার প্রবণতা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলগুলোর অবশ্যই বিবেচনা করা উচিত।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top