বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ইয়াবা সেবন ও মদ পানের অপরাধে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার রায়খালী ও শাকপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াবা সেবন ও সংরক্ষণ এবং সামাজিক শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে শওকত ইসলাম জিকুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার অর্থদণ্ড করেন। যীশু দে ও সৈকত বিশ্বাসকে মদপানের দায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা শেষে উদ্ধারকৃত ইয়াবা ও চোলাই মদ সকলের সম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি দল।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীরা দেশ ও জাতির শত্রু। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন