বোয়ালখালীতে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী কধুরখীল এলাকা থেকে তিন জন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় অস্ত্রসহ দেশীয় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে কধুরখীল ইউনিয়ন থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- উপজেলার কধুরখীল এলাকার আহমদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৭২), মো. জাকির হোসেনর ছেলে মো. আরমান হোসেন জিশান (২৮), গিয়াস উদ্দিনের ছেলে জুবাইদ হোসেন রাব্বি (১৭)।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কধুরখীল ইউনিয়নে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি দেশীয় পিস্তল, ৩ টি দেশীয় অস্ত্র, ২ টি হ্যান্ড স্টিক ও ৩ টি মোবাইলসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন বলেন, এই সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে এই এলাকায় সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল যার ফলে সাধারণ মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল যার ফলে এসব এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল।

তিনি আরো বলেন, জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top