রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন কাজগুলো সরাসরি পরিদর্শনের পাশাপাশি জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো: জাহিদ কালামের নেতৃত্বে দুদকের একটি দল এই অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়।
নির্বাহী প্রকৌশলীর নিজ কার্যালয়ে অভিযানের সময় রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিচালিত এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগসহ টেন্ডার প্রক্রিয়া নিয়ে তদন্ত করেন।
এ সময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করেন এবং অনুমোদিত ফটোকপি ফাইল সংগ্রহ করে নিয়ে যান। ।
অভিযানের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া ফাইলপত্র বের করে দেখান এবং এনফোর্সমেন্ট টিমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অভিযান পরবর্তী সময়ে জানতে চাইলে দুদকের (রাঙামাটি) উপ-পরিচালক জাহিদ কালাম বলেন, আমরা নানান অভিযোগে আজকে অভিযান পরিচালনা করেছি। অভিযানে প্রাপ্ত তথ্যাবলি দুদকের উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট আমাদের উর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সিদ্ধান্তনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, সওয়ার হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ