রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
দন্ডপ্রাপ্তরা হলেন- চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মো. আলীর ছেলে মো. রেজাউল করিম, নবগ্রাম এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. ইউসুফ, একই এলাকার রুহুল আমিনের ছেলে মো. শাকিল ইসলাম এবং রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর গ্রামের জাফর হোসেনের ছেলে মো. জাহেদ হোসেন। এদিকে চন্দ্রঘোনা শ্যামাপাড়া এলাকায় কাঞ্চন দাশ নামে এক ব্যক্তিকে মাদকসহ ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার গোপন সংবাদে খবর পেয়ে চন্দ্রঘোনা লিচুবাগানে অভিযান চালানো হয়েছে। এসময় মাদকসেবনকালে অভিযুক্তদের পাওয়া যায়। তাদের মধ্যে মো. ইউসুফকে ৩ মাসের এবং বাকী তিনজনকে ৬ মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
এসময় তাদের কাছ থেকে পাওয়া ইয়াবা ও গাজা সরঞ্জামাদিসহ ধ্বংস করা হয়েছে। মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়তে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. কামরুল হাসান।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন