সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙা কারখানায় পুরাতন ক্যাবল কিনতে গিয়ে অসুস্থ্য হয়ে মোহাম্মদ আলাউদ্দিন (৪২) মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় চিটাগং শিপ ব্রেকিং ইয়ার্ড নামক একটি জাহাজ ভাঙা কারখানায় এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন সোনাইছড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোড়ামরা গ্রামের আমির হোসেনের বাড়ী শফিউল আলমের ছেলে। তিনি একজন পুরাতন ক্যাবল ব্যবসায়ী বলে জানা গেছে।
ইয়ার্ডের ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, আলাউদ্দিন ক্যাবল ব্যবসায়ী, সকালে তিনি মাল ক্রয় করার জন্যে ইয়ার্ডে আসলে হঠাৎ করে অসুস্থবোধ করে মাটিতে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে জানেন না বলে জানান।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন