চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মাজার গেইট এলাকায় আকসা ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিন মাস ধরে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (২০ আগস্ট) আগ্রাবাদ মাজার গেইট এলাকায় আকসা ফ্যাশন লিমিটেড প্রতিষ্ঠানের সামনে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন।
জানা গেছে, আকসা ফ্যাশন লিমিটেড নামের এই পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কোনো ফল পাননি।
এক পর্যায়ে, শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিক্ষোভ শুরু করেন।
তাদের অভিযোগ, গত তিন মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে এবং কারখানা কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছে না।
এই পরিস্থিতিতে, শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিস্তারিত দেখুন সিপ্লাস টিভিতে………………………
চাটগাঁ নিউজ/এমকেএন