বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নীল রঙের পুরাতন অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।
বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর সাকিনের ব্রিজের মাথার পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকার মোহাম্মদ হোসাইন প্রকাশ কালু ডাক্তারের ছেলে মুনতাসির মামুন (২০) এবং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আদর্শগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে আব্দুল হামিদ(২৫)। এছাড়া আরও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা রূপনগর এলাকায় তল্লাশি চালাই। এসময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ২ হাজার ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় যেকোনো অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন