পড়া হয়েছে: 35
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে র্যাব-৭ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. ওবায়দুল হক (৩২) গ্রেফতার হয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভূজপুর থানায় দায়েরকৃত মামলা নং-০২(০৫)১৮, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. ওবায়দুল হক স্থানীয় এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র্যাব-৭ ভূজপুর কাজীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুল হককে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতারকৃত মো. ওবায়দুল হক ভূজপুর ইউনিয়নের হরিনারকুল এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন