হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে ফিল্ম স্টাইলে গুলি ছুড়ল দুর্বৃত্তরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে গুলি ছুঁড়লেও বাড়িতে থাকা লোকজন অক্ষত রয়েছে।

বুধবার (২০ অগাস্ট) উপজেলার ৮নং মেখল ইউনিয়নের উত্তর মেখলের আবুল কাশেমের বাড়িতে বেলা আনুমানিক এগারটার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বুধবার বেলা এগারটার দিকে উল্লেখিত এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন অজ্ঞাতনামা যুবক যায়। পরে চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে প্রবেশ করে বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে দ্রুত চলে যায়। এসময় বিল্ডিংটি তালাবদ্ধ ছিল এবং বিল্ডিংয়ে কোন লোকজন ছিলোনা।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে বিল্ডিংয়ের ২য় তলার বারান্দার গ্লাস দুটিতে গুলির চিহ্ন রয়েছে এবং বিল্ডিংয়ের নীচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বেলা সাড়ে চারটার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে চাটগাঁ নিউজকে বলেন, ঘটনার পর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারী শনাক্ত করার কাজ চলছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তারা থানায় এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top