পড়া হয়েছে: 122
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ভাংচুর ও হামলার প্রধান আসামী মোহাম্মদ রবিউলকে (২১) গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতাল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
তিনি জানান, আজ দুপুর ১ টার দিকে হাসপাতাল এলাকায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ভাংচুর ও হামলার অভিযুক্ত প্রধান আসামী রবিউলকে দেখলে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাকে ধরে পুলিশকে খবর দিলে আমিসহ পুলিশ ফোর্স তাকে আটক করি। আসামীকে বিকেলে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ রবিউল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ৯ নং ওয়ার্ডের বনগ্রাম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন