কুতুবদিয়ায় উচ্ছেদ করা হলো আ.লীগ নেতার তিনতলা ভবন

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ার চৌমুহনী বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা এক আওয়ামী লীগ নেতার তিনতলা ভবনসহ আশপাশের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত কুতুবদিয়া উপজেলা সহকারী (ভুমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, কুতুবদিয়ায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অধিগ্রহণকৃত কোটি টাকা মূল্যের জায়গা দখল করে তিন তলা ভবনটি নির্মাণ করছিলেন লেমশিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেজামুল হক। ২০১৫ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার শুরুতেই জায়গাটি দখল করেন তিনি।

বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে লেখালেখি হলে চলতি বছরের ১০ এপ্রিল কক্সবাজার জেএম শাখা থেকে ভবন উচ্ছেদ করতে বলা হয়। পরে ইউএনওকে সওজের পক্ষ থেকে দুই দফায় চিঠিও দেওয়া হয়েছিল।

তারই আলোকে এই উচ্ছেদ অভিযান বলে জানান সড়ক ও জনপদ দপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………………………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top