রাউজানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি: রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক সম্রাট প্রদীপ রুদ্র পাল (৪৭) গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এরপূর্বে, একই দিন ভোরে থানার এএসআই (নিরস্ত্র) ইলিয়াছ খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রদীপ রুদ্র পাল (৪৮) একই এলাকার রুদ্র পাড়ার মিন্টু মাস্টারের বাড়ির চিত্ত রুদ্র পালের ছেলে।

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, প্রদীপ রুদ্র পাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশের অভিযানে আগেও কয়েকবার গ্রেপ্তার হলেও বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে পুনরায় এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top