খাগড়াছড়িতে সেতুর নীচ থেকে নবজাতকের লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে সেতুর নীচ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেতুর নীচে ঝোপের আড়ালে একটি কাগজের কার্টনে নবজাতকের লাশ পড়েছিল। খবর পেয়ে তা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়ি শাপলা চত্বর সংলগ্ন ব্রিজের পাশে বাস ঝাড়ের ভিতরে একটি তেলের খালি কাগজের কার্টনে একটি নবজাতক শিশুকে বা কারা মৃত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়ররা কাগজের কার্টনের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পাওয়ার পর খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top