রাঙ্গুনিয়া শিলক খালের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার শিলক খালের তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে পদুয়ার নাপিত পুকুরিয়া গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও অনেক কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

অব্যাহত ভাঙনে কয়েকটি গ্রাম ঝুঁকির মধ্যে রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। চলতি মৌসুমের পাহাড়ী ঢল ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙন দেখা দিয়েছে বলে জানান তারা।

পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া গ্রামের বাসিন্দা নুরুল আলম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও শতাধিক স্পটে বালি উত্তোলনের কারণে শিলক খালের দু’পাশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই এলাকার প্রায় আড়াইশত পরিবার মারাত্মক নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

পদুয়া ব্রিজঘাটা এলাকার বাসিন্দা মো. বাহাদুর আলম বলেন, শতশত পরিবারের বসতি এবং কয়েক হেক্টর ফসলি জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয় এই এলাকায়। আমাদের একমাত্র সম্পদ ঘরবাড়ি ও ফসলি জমি শিলক নদীর ভাঙনের কারণে বেশ আতঙ্কিত হয়ে দিনাতিপাত করতে হচ্ছে। বিগত সময়ে এই ভাঙনরোধে তেমন কোন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহন করা হয়নি।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিলেও তার কোন ভাল সুফল পায়নি। ফসলি জমি ও ঘরবাড়ি খালের ভাঙনের কবলে পরে সবকিছু চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষ কৃষক তাই এই ভাঙন রোধ করা না গেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, শিলক খালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এসেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top