চাটগাঁ নিউজ ডেস্ক: কে কোন ধর্মের সেটা দেখার বিষয় নয়, মানুষকে মূল্যায়ন করতে হবে জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর জেএম সেন হলে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সবার অংশগ্রহণে প্রগতিশীল, কল্যাণময় বাংলাদেশ গড়তে মেধার বিকাশ ঘটাতে হবে। ধর্মের ভিত্তিতে নয়, জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে। কে হিন্দু, কে মুসলিম আর কে বৌদ্ধ- সেটি দেখার বিষয় নয়। দেশের নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিতে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সরকার সকল ধর্মের মানুষদের নিয়ে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো বিভাজন কিংবা বৈষম্যের শিকার যাতে কেউ না হয়, অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক আছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে। এর ব্যত্যয় ঘটতে পারবে না। তাহলে এদেশের ইতিহাস ও ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।’
উপদেষ্টা নির্ভয়ে সকল ধর্মের মানুষকে তাদের অনুষ্ঠান, উৎসব পালনের আহ্বান জানান।
সভায় পরিষদের সাধারণ সম্পাদক রূপলাল দাশ রুপু, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দীপক কুমার পালিত, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ববিতা বড়ুয়া, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস বক্তব্য রাখেন।
চাটগাঁ নিউজ/জেএইচ