রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি এলজি ও ধারলো অস্ত্রসহ মোহাম্মদ সালাউদ্দিন (৪১) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহ্ কাজীর বাড়ির মৃত আনোয়ার মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গৌরসংকর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাউজান গৌরসংকর হাটের নারায়ণের দোকানের সম্মুখ হতে সালাউদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করি। এই সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত ধারালো লম্বা ছোরা উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দীর্ঘ কয়েক বছর প্রবাসে ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে স্থানীয় যুবদলের রাজনীতির সাথে সক্রিয় হয়ে উঠেন। প্রায়সময় মাদকাসক্ত হয়ে নানাজনকে হুমকি-ধমকি ও গালিগালাজ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গৌরসংকর হাটের একজন দোকানদার বলেন, কিছুদিন পূর্বে সন্ত্রাসী সালাউদ্দিন মদ খেয়ে বাজারের রাজীবের চায়ের দোকান ভাংচুর করেন, রাজীব শীলের মোটরসাইকেল ভাংচুর ও মারধর করেন।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন