কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়লেন একজন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কালুরঘাটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে ৫৫ বছর বয়সী এক লোক পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। লোকটিকে ট্রেনের নিচ থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top