মহেশখালীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করল স্বামী

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগায় মাদক কেনার টাকা না পেয়ে মুক্তা (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করেছে তার পাষণ্ড স্বামী নবী হোসাইন।

এসময় স্থানীয় প্রতিবেশিরা হঠাৎ চিৎকার শুনে তারা বাড়িতে গিয়ে দেখেন কক্ষে মুক্তার নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশেই ছিলেন তার স্বামী নবী হোসাইন। পরে আহত অবস্থা স্থানীয় বাসিন্দারা গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে তখন কর্তব্যরত ডাক্তার চিকিৎসার অবনতি হওয়ায় থাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা গ্রামের নিজ বাড়িতে এই লোমহর্ষক ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত থানা প্রশাসন ও আহদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে তিনি এখনো বেঁচে আছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মাদক কেনার টাকার জন্য নবী হোসাইনের পরিবারে অশান্তি লেগে ছিল। ঘটনার দিন সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চান মাদকাসক্ত নবী হোসাইন।

স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে তাকে কোপ দেন নবী হোসাইন। এসময় স্ত্রীকে কুপিয়ে আহত করেন তিনি।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, কুতুবজোমে স্বামীর হাতে স্ত্রী খুনের খবরটি সঠিক নয়, তবে স্বামীর আঘাতে স্ত্রী আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরও জানান, স্থানীয় লোকজন মাদকাসক্ত স্বামীকে ঘেরাও করে রাখলে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগে সে পালিয়ে যায়।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top