আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকে বসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, তারা অনেক বিষয়ে একমত হলেও কিছু বড় বিষয়ে সমঝোতা হয়নি। ফলে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।
পরে ফক্স নিউজের টকশো উপস্থাপক সিন হ্যানিটিকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, `রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তার নিশ্চয়তা দেবে।’
তিনি ইঙ্গিত দেন, রাশিয়ার শর্ত অনুযায়ী ইউক্রেনকে শান্তিচুক্তিতে আসতে হবে।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা (যুদ্ধ) শেষের খুব কাছে আছি। ইউক্রেনকে এটি মেনে নিতে হবে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উদ্দেশে তার পরামর্শ—“যুদ্ধ বন্ধের চুক্তি করুন।”
সংবাদ সম্মেলনে পুতিনকে ‘শক্তিশালী’ ও ‘কঠোর’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে তিনি জানান, শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপের ওপর নির্ভর করছে’।
অন্যদিকে পুতিন বলেন, ‘দীর্ঘস্থায়ী সমাধান চাইলে ইউক্রেনে হামলার পেছনের কারণ দূর করতে হবে। রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের মূলে পৌঁছাতে হবে’।
পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র–রাশিয়া সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আজকের বৈঠক শুধু ইউক্রেন সংকটের শুরু নয়, বরং বাস্তবসম্মত সম্পর্ক ফিরিয়ে আনবে।’
সংবাদ সম্মেলনের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান, যা ট্রাম্প ইতিবাচকভাবে গ্রহণ করেন। তবে বৈঠকে কেউ সাংবাদিকদের প্রশ্ন নেননি।
চাটগাঁ নিউজ/জেএইচ