উখিয়ায় ২৫ কেজি ওজনের ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নাপিতপাড়া এলাকা থেকে ২৫ কেজি ওজনের ১০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহায়তায় অজগর সাপটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী খয়রাতি পাড়া এলাকার শহিদুল ইসলাম জানান, অজগরটি একটি আম গাছে বসে ছিল। এক নারী প্রথমে সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের ফোন পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং অজগরটি উদ্ধার করি। এটি একটি বার্মিজ প্রজাতির অজগর, যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এটি সুস্থ রয়েছে এবং বন বিভাগের তত্ত্বাবধানে শিগগিরই প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ ধরনের অজগর বনের পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উদ্ধার করার পর আমরা সাধারণত সেগুলোকে নিরাপদ বনে অবমুক্ত করি।

প্রসঙ্গত, এর আগেও গত ২২ জুন গভীর রাতে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকা থেকে ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। সেটি পরদিন দৌছড়ি রিজার্ভ বনে অবমুক্ত করা হয়।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top