উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ২২ হাজার ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) আওতায় নতুন তালিকাভুক্ত উপকারভোগী নারীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপকারভোগী আরাফা বেগম জানান, এই চাল কার্ড পেয়ে আমার পরিবারের বড় উপকার হয়েছে। আগের চেয়ে অনেকটা স্বস্তি পাচ্ছি। বিনামূল্যে ৩০ কেজি করে চাল পেলেই পরিবারে ফিরবে শান্তি৷
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান জানান, বিশ্ব খাদ্য সংস্থার ডাব্লিউএফপি এর সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উখিয়ার পাঁচটি ইউনিয়নে নতুন করে ২২ হাজার উপকারভোগীকে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করেছে। এই কর্মসূচির অধীনে প্রতি মাসে প্রতিজন উপকারভোগী নারীকে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, সরকার নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা চেষ্টা করছি যেন প্রকৃত উপকারভোগীরা এ সুবিধা পান।
স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে এ কর্মসূচির কার্ড বিতরণ কার্যক্রম অন্যান্য ইউনিয়নেও চলবে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন