সাজেকের উদ্দেশে রওনা দিয়ে পরপারে ২ যুবক
লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনা

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালীয়া নামক স্থানে আবারও ঝড়েছে দুই প্রাণ। এবার মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে চুনতি অভয়ারণ্যের জাঙ্গালীয়ার সেই কুখ্যাত স্থানে মিনি ট্রাকের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের পুত্র জিহাদ (১৯) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্করের  পুত্র রাকিব ইসলাম (২০)।

জানা গেছে, নিহত দুই বন্ধু সহ তিনটি মোটরসাইকেল নিয়ে ছয় জন রাঙ্গামাটি সাজেকের উদ্দেশে বের হয়েছিল। চুনতির সেই জাঙ্গালীয়া নামক স্থানে আসলে মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে বান্দরবান জেলার লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃেত্বে পুলিশের একটি টীম আজিজনগর চাম্বি বাজার হতে ঘাতক মাছ বোঝাই মিনি পিক-আপ চালক মো. আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করে দোহাজারি হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, চুনতি জাঙ্গালীয়া সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান আছে। এবং লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/জেএইচ

Scroll to Top