শিক্ষার্থীদের সততা শেখাতে রাঙ্গুনিয়ার শহীদ জিয়ানগর স্কুলে সততা স্টোর চালু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের সততা শেখাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় এটি চালু করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামীক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদ।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, শিক্ষক জাফর উদ্দিন, এস এম ওসমান গনি, রাজু প্রসাদ বড়ুয়া, জেসমিন সুলতানা, মুহাম্মদ আবদুল হামিদ, লক্ষী বড়ুয়া, এস এম এরশাদ মাহমুদ প্রমুখ। শেষে স্কুলের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে সততা স্টোরের মালামাল হস্তান্তর করা হয়।

ড. আবদুল মাবুদ তার বক্তব্যে বলেন, এই দোকানের ক্রেতা শিক্ষার্থীরা কিন্তু বিক্রেতা নেই। এই দোকানের প্রকৃত বিক্রেতা হলো বিবেক, নৈতিকতা, সততা, চরিত্র, মনুষ্যত্ব ও সর্বোপরি সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়িতে আরোহণ। শিক্ষার্থীরা মালামাল কিনে প্যাকেটে লেখা দাম দেখে নির্ধারিত বক্সে টাকা ফেলে যাবেন। এই সততা স্টোর থেকে সততার আলো ছড়াবে সমাজের সবখানে। আর এভাবে দুর্নীতিহীন সমাজ প্রতিষ্ঠিত হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top