লোহাগাড়ায় ৬ জুয়াড়ির হাতে হাতকড়া

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১১৫ পিস তাস ও ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত পোনে ৩টার সময় হারুনুর রশিদ রাসুর মালিকানাধীন গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৬ জন হলেন- উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মজিদের পাড়ার মৃত খায়ের আহমদের পুত্র জসিম (৪৫), চুনতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আদর্শ পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র এনামুল হক (৩৩), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নলবুনিয়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাফেজ (৪৫), লোহাগাড়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জমিদার পাড়ার মৃত সিকান্দর আলীর পুত্র হারুনর রশিদ(৬৩), কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আদার চর এলাকার চিত্তরঞ্জন সিকদারের পুত্র প্রমিদ কান্তি সিকদার (৫০) ও উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরিখিল এলাকার মৃত মো. ইলিয়াছের পুত্র মোহাম্মদ আলম (২৩)।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top