মহেশখালীতে বন বিভাগের অভিযান, ডাম্পার গাড়ি জব্দ

মহেশখালী প্রতিনিধি কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারার পাহাড়ী এলাকায় বন বিভাগের অভিযানে ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভাব হয়নি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার সময় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাহাড়তলী এলাকায় সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তার এনামুল হকের নির্দেশে শাপলাপুর বিট কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পাহাড়ী বালুসহ ডাম্পার গাড়ী জব্দ করা হয়। এ সময় বিটের স্টাফরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট চক্র পাহাড়ি চরার বালি বিক্রি করে আসছিল। যার কারনে পরিবেশের ক্ষতি সাধিত হয়।

সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে শাপলাপুর ষাইটমারা পাহাড়তলী থেকে বালুসহ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। অপরাধী যে কেউ হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top