বাঁশখালীর সংরক্ষিত বন থেকে গাছ কাটায় গ্রেফতার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী রেঞ্জের নাপোড়া বিটের আওতাধীন কমলার ঝুম এলাকায় সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

বুধবার (১৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- উপজেলার জঙ্গল নাপোড়া ৭ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. বেলাল (১৯) এবং একই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. রায়হান(২০)।

নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ছয়টি আকাশমনি গাছের ১৯ টুকরা (মোট ৩০ দশমিক ২৪ ঘনফুট) কাঠ এবং একটি করাত জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top