উখিয়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়েশা। সে ওই এলাকার হাফেজ ফরিদের মেয়ে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আয়েশা বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শিশুর পিতা ফরিদ জানান, আমরা মেয়ে বাহিরে খেলতে গিয়ে চোখের পলকেই পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৷ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top