ফটিকছড়িতে দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা দেশের শিক্ষা পরিবেশ হুমকির মুখে পড়বে। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর, ফটিকছড়ি উপজেলা সভাপতি কামরুল হায়দার, ফটিকছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুপ, নুর আহমেদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদা, পাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দাশ, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর, সহকারী প্রধান শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা সভাপতি শহীদুল আজম, আদর্শ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা সভাপতি মামুন, হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রতন কান্তি চৌধুরীসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, গত ১২ আগস্ট বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের ওপর স্থানীয় চৌধুরী রাশেদ আবেদীন নামে এক ব্যক্তি হামলা চালান। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top