বিশ্বকাপের আগে ৬ ম্যাচ খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ২০০২ সালের পর আর ফুটবল বিশ্বকাপে চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এমনকি সাম্প্রতিক আসরগুলোয়ও তাদের বিদায় হয়েছে হতাশা নিয়ে। ২০২৬ বিশ্বকাপে তাই পুরোদমে প্রস্তুতি নিয়ে নামতে চায় কার্লো আনচেলত্তির দল। ইতোমধ্যে আসন্ন মেগা টুর্নামেন্টটিতে জায়গা নিশ্চিত করা সেলেসাওরা আগামী মাসে শেষ দুটি বাছাইয়ের ম্যাচ খেলবে। এ ছাড়া বিশ্বকাপের আগে খেলবে ৬টি প্রীতি ম্যাচ।

এই তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। যদিও ছয়টি ম্যাচের সবকটিতে তাদের প্রতিপক্ষ ও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে বলা হয়– ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আগেই চুক্তি করেছিল। সে অনুসারে অক্টোবরের ফিফা উইন্ডোতে তারা প্রীতি ম্যাচ খেলবে দেশ দুটির সঙ্গে। ১০ অক্টোবর সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ জাপান।

একই স্ক্রিপ্ট অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপের আগেও অনুসরণ করেছিল ব্রাজিল। নভেম্বর-ডিসেম্বরে তিতের অধীন সেলেসাওরা এশিয়ান দেশ দুটিতে সফরে এসেছিল। সেই সময়ও খেলা গড়িয়েছিল আসন্ন প্রীতি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যুতে। সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারায় ব্রাজিল। এর আগে ২০১৮ বিশ্বকাপের আগেও তার জাপানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল। ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের লিলে স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ব্রাজিল ৩-১ ব্যবধানে জেতে।

আবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্রাজিলের দেখা হয় ২০২২ কাতার বিশ্বকাপে। রাউন্ড অব সিক্সটিনে সেলেসাওদের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় কোরিয়ানরা। এদিকে, ২০২৬ বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। সেই আসরের আগে সবমিলিয়ে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আনচেলত্তির দলের সেই প্রস্তুতির যাত্রা শুরু হবে এশিয়া সফর দিয়ে। এরপর ফিফার নভেম্বর উইন্ডোতে তারা আফ্রিকা এবং পরের বছরের মার্চে ইউরোপে যাবে। যদিও সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কারা তা এখনও চূড়ান্ত নয়। এ ছাড়া ম্যাচগুলো কোথায় হবে তা নির্ভর করছে উভয়পক্ষের বাণিজ্যিক চুক্তির ওপর।

সিবিএফ যখন তাদের সর্বোচ্চবারের বিশ্বচ্যাম্পিয়ন দল নিয়ে এত পরিকল্পনা করছে, তখন তাদের সামনে আছে আরেকটি ফিফা উইন্ডো। সেটিকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগমুহূর্তেই ২০২৬ সালের জুনে ব্রাজিল আরও দুটি ম্যাচ খেলতে পারে। তার আগে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। সেখানকার গ্রুপ ও প্রতিপক্ষ দেখে জুনে প্রীতি ম্যাচের দুটি প্রতিপক্ষ ও ভেন্যু নিয়ে পরিকল্পনা করবে সিবিএফের টেকনিক্যাল কমিটি।

প্রসঙ্গত, কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে বাকি দুটি রাউন্ডের ম্যাচ খেলে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হবে। যেখানে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top