চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি চট্টগ্রাম ইবনেসিনা হাসপাতালের চিকিৎসক।
এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মো. ইকবাল তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে- বিএনপির নেতা-কর্মীদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরের বাকলিয়া এলাকায় নুর বেগম মসজিদের পাশের ভবনের চার তলায় এ ঘটনা ঘটে।
ফেসবুক লাইভে ওই চিকিৎসক বলেন, আমাকে বিএনপির সন্ত্রাসী হারুনসহ তার সহযোগীরা মারধর করেছে। আমাকে মেরে ফেলার জন্য খুঁজতেছে। আমি এখন ঘরে লুকিয়ে আছি। ৯৯৯ এ ফোন দিয়েছি। ২০-৩০ মিনিট হয়ে গেছে, এখনও কেউ আসেনি। আমার ভাগিনা-ভাগনীদেরকে নিয়ে গেছে। আমাকে বাঁচান। আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আমার চোখ দিয়ে রক্ত ঝরছে। আমার চশমা ভেঙে গেছে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা গিয়ে ওই চিকিৎসককে উদ্ধার করেছি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ