ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনব বড়ুয়াসহ দুই শিক্ষককে মারধরের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এবং ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
ফটিকছড়ি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজ্জাক জানান, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক ও রাশেদুল আবেদীনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুল আবেদীন প্রধান শিক্ষককে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষককে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হোক বা অন্য কেউ, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অভিযোগ থাকলে প্রশাসনের মাধ্যমে সমাধান করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ব্যক্তি শুধু প্রধান শিক্ষকই নয়, আরও একজন শিক্ষকের ওপরও হামলা চালান। স্থানীয় চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই হামলা ফৌজদারি অপরাধ—আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন