ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আকিব হাসান মাহি, মো. জুবায়েদ হোসেন, রমাদান সামির, শেখ মোহাম্মদ সাইফুল্লাহ, মো. ফরহাদ উদ্দীন, রহিম উদ্দীন, সাব্বির, মো. আলা উদ্দীন, মাহিদ, কাজী সামির, মারুফ, রেজাউল হাসান, জুনায়েত, সৈয়দ মোস্তাকিম, ইয়াছিন উদ্দীন রাহাতসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতাল পুনরায় চালু, করোনা হাসপাতালের কোটি কোটি টাকার হিসাব প্রকাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধিসহ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। দুর্নীতি বন্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা।
এসময় তারা ১২ দফা দাবি তুলে ধরেন। ২০ শয্যা হাসপাতাল পুনরায় চালু করে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা, কোভিড-১৯ হাসপাতালে জন গণের দেওয়া টাকার হিসাব প্রকাশ ও তদন্ত কমিটি গঠন করে জবাবদিহিতা নিশ্চিত করা, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যার সেবা কার্যকর করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্বাস্থ্য কেন্দ্র ও ২০ শয্যা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান রাখা, প্যাথলজি বিভাগ সার্বক্ষণিক সচল রাখা, গাইনি বিভাগ সচল রেখে বিনামূল্যে ডেলিভারি সেবা নিশ্চিত করা, সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওষুধের তালিকা প্রদর্শন ও বিনামূল্যে সঠিকভাবে বিতরণ করা, সরকারি ডাক্তারদের বহিরাগত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার নিষিদ্ধ করা, উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সরকারি সময় অনুযায়ী ডিউটি পালনে বাধ্য করা, সরকারি মূল্যের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা, সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত সেবায় ব্যবহার নিষিদ্ধ করা ও সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্ত, সুপারিশ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ নেওয়া।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা সতর্ক করে বলেন, অবিলম্বে উন্নয়ন ও সেবার মানোন্নয়নে পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বেগবান করা হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন