লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম লোহাগাড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে বড়হাতিয়া ইউপি সদস্য ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছে।
সোমবার (১১আগস্ট) বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয় বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বড়হাতিয়া মনুফকির বাজার কমিটির সভাপতি রফিক উদ্দিন ও তার দুই ছেলে মো. ফয়সাল (২৬) ও মো. মিশাল (২৩)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রফিক উদ্দিন রাতে বাড়িতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে বসে থাকা সন্ত্রাসীরা হামলা করলে পিতার চিৎকার চেচামেচি শুনে ছেলেরা বাড়ি থেকে পিতাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা গুলি ছোঁড়েন। এসময় পিতা-পুত্র তিন জনকেই আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এবিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, বড়হাতিয়া ইউপি সদস্যের উপরে হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এঘটনায় যারাই জড়িত থাকুক তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন