হারিয়েছে— সুলতানা নাজনীনের স্নাতকোত্তরের মুল সনদ

ডেস্ক নিউজ: চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটির  বাসিন্দা সুলতানা নাজনীন চৌধুরীর স্নাতকোত্তরের মূল সনদ হারিয়ে গেছে।

গত ৯ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোড এলাকায় একটি ফাইলসহ মূল সনদটি হারিয়ে যায়। যার ক্রমিক নং- ০২০১৭৩৩, রেজিঃ/রোল নং – ০৪৬৫৮৩, পাশের সন- ২০০১, বিষয়- বাংলা এবং প্রতিষ্ঠান- চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।

সুলতানা নাজনীন চৌধুরী জানান, নগরীর জিইসি মোড়ে শপিং মলের সামনে তার নিজের অজান্তে সার্টিফিকেটটি হারিয়ে ফেলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নগরীর খুলশী থানায় ১১/০৮/২০২৫ তারিখে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং- ৬৩৬। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ফাইল/সার্টিফিকেট খুঁজে পান তবে সরাসরি সিপ্লাস টিভির অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ রইলো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top