সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঝুলন্ত অবস্থায় এক (৫০) অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরী এবং মাঠিটা সংলগ্ন পাহাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বিকালে স্থানীয় লোকজন পাহাড়ের একটি গাছের উপর গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে জানালে সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে শার্ট ও পড়নে লুঙ্গি রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভাটিয়ারী ইউনিয়নে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top