রাউজানের হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে প্রবাসী কমর উদ্দিন জিতু ও প্রতিবন্ধী রুপন নাথ হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার গর্জনীয়া থানার মৃত জেবল আহম্মদের ছেলে মো. আব্দুল কাদের প্রকাশ কেলা কাদের (৫০) ও পাছখাইন এলাকার রতুন কুমার নাথের ছেলে প্রান্ত নাথ (১৯)।

র‌্যাব জানায়, রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর প্রবাসী কমর উদ্দিন জিতু হত্যা মামলার আসামি ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় আব্দুল কাদের প্রকাশ কেলা কাদেরকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে রাউজান থানার প্রতিবন্ধী রুপন নাথ হত্যা মামলার আসামি প্রান্ত নাথকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর আকবরশাহ থানাধীন কালিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top