চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে অবস্থিত একটি শিপব্রেকিং ইয়ার্ডে এক শ্রমিক দগ্ধ হয়েছে। এ সময় সহকর্মীরা তাকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
রবিবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে পাইপ ফেটে এ দ্বগ্ধের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ড সাগর উপকূলের শীতলপুরে অবস্থিত কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের কাটার ফোরম্যান মো. ফারুক (৪৮) অন্যান্য দিনের মত অক্সিজেন গ্যাস দিয়ে কাটিংয়ের কাজ করছিলেন। দুপুরের খাবার খাওয়ার জন্য তিনি তড়িঘড়ি করে অক্সিজেন সরবরাহের মূল সুইচ ভুলে বন্ধ না করে পাইপের মুখের দিকে চেপে বন্ধ করার চেষ্টা করেন। এতে করে অক্সিজেন গ্যাসের অধিক চাপে পাইপটি মুহূর্তে ফেটে গিয়ে তিনি অগ্নিদ্বগ্ধ হন। এ সময় সহকর্মীরা ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে যান।
কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের হেলথ সেফটি এন্ড এনভাইরানমেন্টাল (এইচএসই) ম্যানেজার রঞ্জিত কুমার নাথ জানান, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে কাটার ফোরম্যান মো. ফারুক প্রতিদিনের মত কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেলে অগ্নিদ্বগ্ধ হন তিনি।
তিনি বলেন, এ ঘটনার পর আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ইয়ার্ড কর্তৃপক্ষ তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন মো. ফারুক এখন অনেকটা আশঙ্কামুক্ত।
চাটগাঁ নিউজ/এসএ