কর্ণফুলী নদীতে বালির ড্রেজারে আগুন, মারধরে আহত দুই শ্রমিক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে বালি উত্তোলনের সময় কয়েকটি ড্রেজারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে কর্ণফুলী নদীর উপজেলার সরফভাটা পাইট্টেলিকুল ও পোমরা বাচাবাবার মাজার সংলগ্ন এলাকায় পৃথক এই ঘটনা ঘটেছে।

ড্রেজার পুড়ানোর ঘটনায় ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন, চাঁদা চেয়ে না পেয়ে একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে অন্য একটি পক্ষের দাবী, বালি উত্তোলনের ফলে সরফভাটায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে এবং অন্যদিকে বাচাবাবার মাজারসহ এলাকাটিও ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এতে স্থানীয়রা ক্ষুব্দ হয়ে মসজিদের মাইকে ডেকে সংঘবদ্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে একাধিক সুত্র বলছে, বালি উত্তোলনকারীদের একাধিক পক্ষ নিজেদের অন্তর্কোন্দলের ফলেই এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, কর্ণফুলী নদীতে ৫টি বালু উত্তোলনের ড্রেজারে অজ্ঞাত ৩৫/৪০ জন ব্যক্তি ড্রেজারের মেশিনে আগুন ধরিয়ে দেয়। এসময় ড্রেজারে থাকা মো. মামুন (৩০) ও মো. রাকিব (২১) নামের ২ জন শ্রমিককে মারধর করে।

এছাড়াও তারা ড্রেজারে থাকা ৫টি গেইট বলের মধ্যে ২টি পুড়িয়ে দেয়। আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ক্ষতিগ্রস্ত ড্রেজারগুলো বালি উত্তোলনের ইজারা পাওয়া আহম্মদ মোস্তফা ট্রেডার্স এর মালিকানাধীন জানিয়ে এই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. দিদারুল ইসলাম দাবী করেন, তারা বৈধ উপায়ে বালি উত্তোলন করছে। একটি পক্ষ তাদের কাছে চাঁদা দাবী করে না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে।

এতে তাদের ৩টি ড্রেজার পুড়িয়ে দেয়া হয়েছে। দুটি ড্রেজার মেশিন নষ্ট করে দেয়া হয়েছে। এছাড়া একটি স্পিডবোট ডুবিয়ে দেয়া হয়েছে। যাওয়ার সময় শ্রমিকদের একাধিক মোবাইল এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এই ঘটনায় শ্রমিক মামুন ও রাকিবের বাইরেও লিয়াকত মাঝি ও ফয়সাল নামে আরও দু’জন আহত হয়েছে। এই দুজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান জানান, সকালে ক্ষতিগ্রস্ত একটি পক্ষ মৌখিকভাবে অভিযোগ করে। এটা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top