বোয়ালখালীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ১ হাজার পিস ইয়াবসহ সাজ্জাদ হোসেন হিরু (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা, ১ টি মোটরসাইকেল ও ১টি মোবাইলসহ হিরুকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত মালামালসহ আসামিকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top