আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে সন্ধান মিলেছে মদ তৈরির কারখানা। দীর্ঘদিন ধরে এখানে তৈরি হয় মদ। পরে বিক্রি করা হয় বিভিন্ন অসাধু ব্যক্তির কাছে ও পৌঁছানো হয় চট্টগ্রামের বিভিন্ন জায়গায়।
শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে উপজেলার দক্ষিণ বারশত গ্রামের নির্জন জায়গায় পেশাদার মদ ব্যবসায়ী মোঃ ইদ্রিছ আলীর পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এসময় ১১০ লিটার মদ, ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ তৈরীর উপকরণসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ বারশত এলাকার ভোলা শাহ ফকিরের বাড়ির জাগির আহমেদের পুত্র জামাল (৩৫), একই এলাকার জানে আলমের পুত্র পারভেজ (২৮)। এসময় দক্ষিণ বারশত এলাকার নুর মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর (৩০) পালিয়ে যায়।
এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) সোহানুর রহমান সোহাগ ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিলের মধ্যখানে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন