চট্টগ্রামে অনলাইন জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রা‌ম নগরীর বন্দর থানা এলাকায় মোবাইলে অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

শ‌নিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দি‌কে বন্দর থানাধীন ২ নম্বর মাইলের মাথা আলী মাঝিরপাড়া রংগুর টিনশেঠ ভাড়াঘর এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম তরিকুল ইসলাম (২৯)। সে পেশায় একজন রাজমিস্ত্রী। তরিকুল মা-বাবা, স্ত্রী ও দুই মেয়েসহ রংগুর কলোনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আছাদুল হক।

তি‌নি বলেন, মায়ের লুকিয়ে রাখা ৬০ হাজার টাকা নিয়ে মোবাইলে ক্যাসিনো জুয়া খেলায় হেরে যায়। এরপর বিষয়টি মাকে জানালে মা তাকে বকাবকি করেন। পরে রাতে ভাড়া বাসার টিনের চালার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। রাতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top