লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত রিয়াজ উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৌলানা পাড়ার প্রবাসী সাহাব উদ্দীনের একমাত্র পুত্র।

শনিবার ( ৯ আগস্ট) রাত আনুমানিক ১২ টা থেকে ভোর ৬ টার ভিতরে উপজেলার চুনতি মৌলানা পাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত, পরে সেটি বিক্রি করে টাকা সব খেয়ে ফেলে। আবার কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করেন। বেশ কিছু দিন ধরে তাঁর মাকে বলে আসছিল একটি সিএনজি কিনে দিতে না হয় সে আত্মহত্যা করে মারা যাবে। মা বলে ছিলেন তার পিতা বিদেশ থেকে আসলে একটি সিএনজি কিনে দিবে। কিন্তু ছেলেটি ধৈর্য না ধরে গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘরের টিনের চালের বিমের সাথে রসি দিয়ে গলায় ফাঁস লাগায়। ভোর ৬ টার দিকে নিহতের মা-বোন তাঁকে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, ততক্ষণে সে মারা যায়।

খবর পেয়ে চুনতি ফাঁড়ির এস আই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রজ্জু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top