আরব আমিরাত প্রতিনিধি: ‘হাটহাজারী সমিতি’ সংযুক্ত আরব আমিরাতকে মূল লক্ষ্য উদ্দেশ্যে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) শারজাহ একটি রেস্টুরেন্টের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ পরিচালনায় আর হাটহাজারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ।
এসময় তিনি বলেন, অতীতে যারা অমানবিক কাজ করেছে অথবা সংগঠনের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করেছে তাদেরকে দিয়ে সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। তাই দল-মত নির্বিশেষে মানবিক আর সামাজিক মানুষ দ্বারা এই সংগঠন পরিচালনা করতে হবে।
মাওলানা নাছির উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিআইপি জসিম উদ্দিন তালুকদার, মীর মহিউদ্দিন মিন্টু, মামুনুর রশিদ, মাওলানা হাবিবুল্লাহ, নাছির হিজাজি, সিরাজুদ্দৌলা, ইজাজ আহমেদ, সিআইপি ইমরান খান (সজিব), আজিজুর রহমান খসরু, মোহাম্মদ শাহজাহান, মাহবুবুল আলম, নাছির উদ্দিন খোকন ,শহিদুল্লাহ বাবর, আরিফুল ইসলাম আজম সহ প্রমূখ।
অনুষ্ঠানে আমিরাতের আবুধাবি থেকে মোহাম্মদ রিয়াদ, দুবাই থেকে শহিদুল হক, শারজাহ থেকে জামাল উদ্দিন, আজমান থেকে তাজুল ইসলাম, রাস আল খাইমা থেকে কামাল উদ্দিন ও মমতাজ, ফুজাইরা থেকে দিদারুল আলম, উম্মল কুয়াইন থেকে ফুরকান বক্তব্য রাখেন।
তাছাড়া হাটহাজারীর প্রত্যাক ইউনিয়ন থেকে যেমন – ফরহাদাবাদ থেকে শাহাদাত হোসেন রনি, ধলই থেকে সাইফুল্লাহ চৌধুরী, মির্জাপুর থেকে জি এম সাইফুল, গুমানমর্দন থেকে এনামুল হক ফোরকান , নাঙ্গলমোড়া থেকে গিয়াসউদ্দিন মাহমুদ, ছিপাতলী থেকে সাংবাদিক ইশতিয়াক আসিফ, পৌরসভা থেকে গাজী নিজাম, মেখল থেকে মোহাম্মদ দিদারুল আলম, চিকনদন্ডি থেকে ইলিয়াস, গড়দুয়ারা থেকে আব্দুল সাত্তার, উত্তর মাদার্শা থেকে মোহাম্মদ আজম খান, মধ্যম মাদার্শা থেকে ফয়সাল, দক্ষিন মাদার্শা থেকে মোহাম্মদ রুকন উদ্দিন, শিকারপুর থেকে মোহাম্মদ আসিফ, বুড়িশ্চর থেকে মাসুদ জুয়েল বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় আরো উপস্তিত ছিলেন সমিতির জন্মলগ্ন থেকে কাজ করা মোহাম্মদ জবুরুল আলম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মোরশেদ, দিদারুল আলম, বাবু উত্তম কোমার দে, নোমান আহমেদ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ওয়াসিম চৌধুরী, কাসেম তালুকদার, মোহাম্মদ আলাউদ্দিন, তৌহিদুল আলম, তৈয়ব আলম, মোহাম্মদ হাসেম উদ্দিন, মোহাম্মদ এসকান্দর সহ হাটহাজারী উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
শেষে মাওলানা নাছির উদ্দিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে হাটহাজারী সমিতির সফলতা ও সদ্য প্রয়াত হাটহাজারীর কৃতি সন্তান মরহুম সেনা প্রধান লে:কর্নেল হারুন অর রশীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
চাটগাঁ নিউজ/সায়েম/এমকেএন