পড়া হয়েছে: 54
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তাকে জুইদন্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নুরুল আলম দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং উপজেলার জুইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে আইনানুগ প্রক্রিয়ায়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন